রবিবার, ২৩শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

সবাই এগিয়ে আসুন দায়িত্বশীল ভূমিকা পালনে: মির্জা ফখরুল

সংস্কার ও নির্বাচন একইসঙ্গে সম্পন্ন করা সম্ভব: মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, দেশের চলমান রাজনৈতিক চ্যালেঞ্জ ও সংকট মোকাবিলায় দ্রুত নির্বাচন প্রয়োজন।

শুক্রবার (২১ মার্চ) বিকেলে রাজধানীর লেডিস ক্লাবে বিশিষ্ট নাগরিক ও পেশাজীবী নেতাদের সম্মানে বিএনপি আয়োজিত ইফতার মাহফিলে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল আরও বলেন, সুষ্ঠু নির্বাচন আয়োজনের আগে নির্বাচনকেন্দ্রিক সংস্কার করা জরুরি। দেশের বর্তমান সংকটময় পরিস্থিতিতে রাজনীতিবিদসহ সরকারে থাকা সকলেরই দায়িত্বশীল আচরণ করা উচিত।

তিনি বলেন, শুধুমাত্র অলীক ধারণা বা আবেগের ওপর নির্ভর করে সংস্কার সম্ভব নয়। সরকার যে সংস্কার প্রস্তাব দিয়েছে, তা বিএনপি পরীক্ষা করে দেখছে।

বিএনপি মহাসচিবের মতে, তাদের ঘোষিত ৩১ দফা সংস্কার বাস্তবায়ন করা হলে দেশ বদলে যাবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ