রবিবার, ২৩শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

আর্জেন্টিনাকে হারাতে সতীর্থদের প্রস্তুত হতে বললেন রাফিনিয়া

ক্রীড়া ডেস্ক

ব্রাজিল-কলম্বিয়া ম্যাচটি ড্রয়ের দিকে এগোলেও শেষ মুহূর্তে নাটকীয়ভাবে ফল বদলে দেন ভিনিসিয়ুস জুনিয়র। যোগ করা সময়ের একেবারে শেষ মুহূর্তে বক্সের বাইরে থেকে দুর্দান্ত শটে কলম্বিয়ার জালে বল জড়িয়ে দেন রিয়াল মাদ্রিদের এই উইঙ্গার।

ভিনিসিয়ুসের সেই গোলে ব্রাসিলিয়ার মানে গারিঞ্চা স্টেডিয়ামে উল্লাসে মেতে ওঠে ব্রাজিলিয়ান সমর্থকরা। ফলে ২-১ গোলে জয় পেয়ে বিশ্বকাপ বাছাইপর্বে কলম্বিয়ার বিপক্ষে আগের পরাজয়ের প্রতিশোধ নেয় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

এই জয়ের ফলে ২১ পয়েন্ট নিয়ে তালিকার দুই নম্বরে উঠে এসেছে ব্রাজিল। অন্যদিকে, ২৫ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে আর্জেন্টিনা।

ম্যাচের প্রথম গোলদাতা রাফিনিয়া এই জয়কে টার্নিং পয়েন্ট হিসেবে দেখছেন এবং আত্মবিশ্বাস নিয়েই আর্জেন্টিনার বিপক্ষে নামতে চান। সতীর্থদেরও প্রস্তুত হওয়ার আহ্বান জানিয়েছেন বার্সেলোনার এই ফরোয়ার্ড।

আগামী ২৬ মার্চ আর্জেন্টিনার রাজধানী বুয়েনস আইরেসের মনুমেন্তাল স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল ও আর্জেন্টিনা। ম্যাচ নিয়ে রাফিনিয়া বলেন, “অতীত নিয়ে ভাবার দরকার নেই, সামনে তাকানোটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আজকের ম্যাচ এখানেই শেষ, এখন আমাদের আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচের দিকে নজর দিতে হবে। তাদের হারানোর জন্য প্রস্তুত হতে হবে।”

কলম্বিয়ার বিপক্ষে এই জয় দলের জন্য কতটা জরুরি ছিল, সেটাও জানিয়েছেন রাফিনিয়া। ২৮ বছর বয়সী এই ব্রাজিলিয়ান বলেন, “এই জয় আমাদের খুব প্রয়োজন ছিল, শুধু খেলোয়াড়দের জন্য নয়, আমাদের কোচিং স্টাফ ও সমর্থকদের জন্যও। আত্মবিশ্বাসের জন্য এই জয়টা খুব গুরুত্বপূর্ণ ছিল, কারণ সামনে আমাদের আরও অনেক কঠিন লড়াই অপেক্ষা করছে। আমাদের ঠিক এমনই এক টার্নিং পয়েন্টের দরকার ছিল।”

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ