বৃহস্পতিবার, ৩রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ভয়াবহ যানজট, ভোগান্তিতে যাত্রীরা

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের প্রায় ২০ কিলোমিটারজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে, যা চালক ও যাত্রীদের চরম দুর্ভোগে ফেলেছে।

বুধবার (২৬ মার্চ) রাত ৮টার দিকে এ যানজট দেখা দেয় এবং প্রায় সাড়ে ৩ ঘণ্টা পর রাত পৌনে ১২টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকাগামী লেনের যাত্রাবাড়ী থেকে নারায়ণগঞ্জের বন্দরের মদনপুর পর্যন্ত দীর্ঘ সময় ধরে যান চলাচল বন্ধ ছিল। এতে যাত্রীরা সময়মতো গন্তব্যে পৌঁছাতে পারেননি এবং অনেকেই বাধ্য হয়ে হেঁটে পথ পাড়ি দিয়েছেন।

যাত্রী আলমগীর হোসেন বলেন, “সন্ধ্যা সাড়ে ৭টায় শিমরাইল থেকে শনির আখড়ার উদ্দেশ্যে গাড়িতে উঠেছিলাম, কিন্তু সিদ্ধিরগঞ্জের মৌচাক পর্যন্ত পৌঁছাতেই আধা ঘণ্টার বেশি লেগে গেছে।”

এ বিষয়ে শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ আবু নাঈম জানান, “ডিএমপি এলাকায় ট্রাক ও কাভার্ডভ্যান আটকে রাখার কারণে এই যানজট সৃষ্টি হয়। ডিএমপি কমিশনারের সঙ্গে কথা বলে সমস্যার সমাধান করা হয়েছে, ফলে বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।”

এদিকে, কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াহিদ মোরশেদ জানান, “যানজট মূলত ঢাকায় সৃষ্টি হয়েছে। আমরা সমন্বয় করেছি এবং মহাসড়কে পুলিশ সার্বক্ষণিক কাজ করছে।”

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ