সোমবার, ৭ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

ব্যাংককে বৈঠকে বসছেন ড. ইউনূস ও নরেন্দ্র মোদি

ব্যাংককে বৈঠকে বসছেন ড. ইউনূস ও নরেন্দ্র মোদি

বিমসটেক শীর্ষ সম্মেলনের ফাঁকে থাইল্যান্ডের ব্যাংককে বৈঠকে মিলিত হতে যাচ্ছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এটি হবে দুই দেশের শীর্ষ নেতাদের মধ্যে প্রথম বৈঠক, যা বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তনের পর গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হচ্ছে।

বিমসটেক সম্মেলনে অংশ নিতে ড. ইউনূস ও মোদি ব্যাংককে যাচ্ছেন। বাংলাদেশ ইতোমধ্যে এই বৈঠকের আগ্রহ প্রকাশ করে দিল্লিতে বার্তা পাঠিয়েছিল, যার ইতিবাচক সাড়া সম্প্রতি পাওয়া গেছে। বুধবার (২ এপ্রিল) ভারত আনুষ্ঠানিকভাবে বৈঠকের সম্মতি জানিয়েছে।

ঢাকার কূটনৈতিক সূত্র জানিয়েছে, আগামী বৃহস্পতিবার (৪ এপ্রিল) দুই নেতা সম্মেলনের ফাঁকে বৈঠকে বসবেন। তবে বৈঠকের কাঠামো ও সময়সীমা সম্পর্কে এখনো বিস্তারিত জানা যায়নি।

গত ৫ আগস্ট বাংলাদেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে ভারত-বাংলাদেশ সম্পর্কে কিছুটা অস্বস্তি দেখা দেয়। অন্তর্বর্তীকালীন সরকার কাজ শুরু করার আট মাস পরও এ সম্পর্কের টানাপড়েন পুরোপুরি কাটেনি। তবে ড. ইউনূসের সরকার চায় না যে ভারত-বাংলাদেশ সম্পর্ক আরও অবনতি হোক। পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের ওপর জোর দেওয়া হচ্ছে।

একজন সাবেক রাষ্ট্রদূতের মতে, ৫ আগস্টের পরিবর্তনের পর দুই দেশের সম্পর্কে যে টানাপড়েন তৈরি হয়েছে, তা অনেকটাই প্রশমিত হবে যদি এই বৈঠক অনুষ্ঠিত হয়। তিনি মনে করেন, দুই দেশের স্বার্থের কথা বিবেচনা করেই এই আলোচনা হওয়া উচিত, যা উভয়ের জন্যই উপকারী হবে।

পররাষ্ট্রসচিব জসীম উদ্দিন এক সংবাদ সম্মেলনে বলেছেন, বর্তমান পরিস্থিতির আলোকে এই বৈঠককে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। যদি এটি হয়, তাহলে দুই দেশের সম্পর্কে যে স্থবিরতা রয়েছে, তা কাটিয়ে ওঠার সুযোগ তৈরি হবে।

এর আগে, গত বছরের সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের সময় ড. ইউনূস ও মোদির বৈঠকের সম্ভাবনা তৈরি হয়েছিল, তবে শেষ পর্যন্ত সেটি হয়নি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ