সোমবার, ১৪ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

চাকরি ওক্ষতিপূরণের দাবিতে পিলখানার সামনে অবস্থান সাবেক বিডিআর সদস্যদের

পিলখানা হত্যাকাণ্ডের পর চাকরিচ্যুত হওয়া বিডিআর সদস্য ও তাদের পরিবার ক্ষতিপূরণ এবং চাকরিতে পুনর্বহালের দাবিতে রাজধানীর পিলখানার সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন।

জানা গেছে, রোববার (৬ এপ্রিল) সকাল সাড়ে ১০টা থেকে জিগাতলা এলাকায় বিজিবির ৪ নম্বর গেটের সামনে তারা অবস্থান নিতে শুরু করেন। এই কর্মসূচিকে ঘিরে এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। বিপুল সংখ্যক পুলিশ, সেনাবাহিনী ও বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। রাস্তায় রাখা হয়েছে জলকামান ও রায়টকার।

ধানমন্ডি থানা পুলিশের পক্ষ থেকে অবস্থানকারীদের আন্দোলন থেকে বিরত থাকার অনুরোধ জানানো হলেও শতাধিক সাবেক বিডিআর সদস্য ও তাদের পরিবারের সদস্যরা কর্মসূচিতে অংশ নিয়েছেন।

আন্দোলনে অংশ নেওয়া এক সদস্য, তারেক আজিজ, ঢাকা পোস্টকে বলেন, “আমরা শান্তিপূর্ণভাবে আমাদের ন্যায্য দাবি জানাতে এসেছি। কোনো বিশৃঙ্খলা চাই না, শুধু চাই চাকরিতে পুনর্বহাল এবং ন্যায্য ক্ষতিপূরণ।”

এ বিষয়ে রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার মাসুদ আলম জানান, “এলাকার জননিরাপত্তা এবং যান চলাচল স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় সংখ্যক পুলিশ, বিজিবি ও সেনাসদস্য মোতায়েন করা হয়েছে। পাশাপাশি, আন্দোলনকারীদের সঙ্গে কথা বলে তাদের দাবিদাওয়া জানার চেষ্টা চলছে।”

এ কর্মসূচিকে কেন্দ্র করে এলাকাজুড়ে টানটান উত্তেজনা বিরাজ করছে, তবে এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ