সোমবার, ১৪ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

ভারতের ওড়িশায় ভয়াবহ বাস দুর্ঘটনা, ৭০ জনের বেশি বাংলাদেশি ছিলেন বাসে

ভারতের ওড়িশা রাজ্যের ভুবনেশ্বরে একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটেছে। রোববার (৬ এপ্রিল) সকালে উত্তরচক এলাকায় একটি বাস উলটে যায়। বাসটিতে ৭০ জনের বেশি বাংলাদেশি তীর্থযাত্রী ছিলেন। দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন এবং অন্তত ১৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

ঘটনার পরপরই পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। আহতদের চিকিৎসার জন্য ভুবনেশ্বরের ক্যাপিটাল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বাসটি পুরির দিকে যাচ্ছিল। এর আগে তারা কাশী বিশ্বনাথ মন্দিরে গিয়েছিলেন। যাত্রীরা মূলত বাংলাদেশি, যারা পশ্চিমবঙ্গের ইসকন মায়াপুর থেকে তীর্থে এসেছিলেন।

ওড়িশা টিভির বরাত দিয়ে জানা যায়, বাসটি উত্তরচকের কাছে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উলটে পড়ে। দুর্ঘটনার সঠিক কারণ এখনো জানা যায়নি, তবে পুলিশ ঘটনার তদন্ত চালিয়ে যাচ্ছে। নিহত ব্যক্তির মরদেহ ময়নাতদন্তের জন্য ক্যাপিটাল হাসপাতালে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ