বাংলাদেশের ইতিহাসে এক মাসে রেমিট্যান্স আসার ক্ষেত্রে নতুন রেকর্ড গড়েছে মার্চ মাস। এই মাসে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ৩০০ কোটি ডলারের রেমিট্যান্স, যা টাকায় প্রায় ৩৬ হাজার কোটি টাকা ছাড়িয়ে গেছে।
রবিবার (৬ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
এর আগে, গত বছরের ডিসেম্বর মাসে সর্বোচ্চ ২৬৪ কোটি ডলার রেমিট্যান্স এসেছিল।
২০২৪-২৫ অর্থবছরের শুরু থেকেই রেমিট্যান্সে ঊর্ধ্বগতি লক্ষ্য করা যাচ্ছে। জুলাই মাসে এসেছিল ১৯১ কোটি ৩৭ লাখ ৭০ হাজার ডলার, আগস্টে ২২২ কোটি ১৩ লাখ ২০ হাজার, সেপ্টেম্বরে ২৪০ কোটি ৪১ লাখ, অক্টোবরে ২৩৯ কোটি ৫০ লাখ, নভেম্বরে ২২০ কোটি এবং ডিসেম্বরে এসেছিল ২৬৪ কোটি ডলার।
এছাড়া চলতি বছরের জানুয়ারিতে ২১৯ কোটি এবং ফেব্রুয়ারিতে ২৫৩ কোটি ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। মার্চ মাসের এই ৩০০ কোটি ডলার দেশের রেমিট্যান্স প্রবাহে এক ঐতিহাসিক মাইলফলক হয়ে উঠেছে।