যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে পাল্টা শুল্ক আরোপের সিদ্ধান্তকে “হাইপার ডাইনামিক” বা দ্রুত পরিবর্তনশীল পরিস্থিতি হিসেবে উল্লেখ করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। তিনি জানিয়েছেন, এই সিদ্ধান্ত আপাতত স্থগিত হওয়ার কোনো সম্ভাবনা নেই।
রোববার সকালে গুলশানে মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান জ্যাকবসনের সঙ্গে ‘ব্রেকফাস্ট অন ট্রেড ব্যারিয়ার্স’ শীর্ষক আলোচনায় বসেন তিনি। পরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বাণিজ্য উপদেষ্টা।
তিনি বলেন, বৈঠকে আমরা শুল্ক আরোপের প্রভাব এবং আমাদের মতো উন্নয়নশীল অর্থনীতির জন্য করণীয় বিষয়ে আলোচনা করেছি। যুক্তরাষ্ট্র সরাসরি কোনো ঘোষণা দেয়নি, তবে আমরা কিছু দিকনির্দেশনা পেয়েছি।
এছাড়া প্রধান উপদেষ্টার নেতৃত্বে যুক্তরাষ্ট্রের সঙ্গে কৌশলগত যোগাযোগ চলবে বলে তিনি জানান। অন্যান্য কর্মকর্তারা নিজ নিজ পর্যায়ে আলোচনা চালিয়ে যাবেন।
বৈঠকে শুল্ক ও অশুল্ক বাধা, দ্বিপক্ষীয় ব্যবসার সমস্যা এবং পারস্পরিক প্রত্যাশা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে বলে জানান তিনি। দেশের স্বার্থে যেসব সিদ্ধান্ত সহায়ক, সেগুলো বাস্তবায়নের ইচ্ছা রয়েছে সরকারের।
৯ এপ্রিল থেকে যদি শুল্ক কার্যকর হয়, তবে তার আগেই প্রস্তুতি নিতে হবে কি না – এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বিষয়টি স্থগিত হওয়ার কোনো সম্ভাবনা নেই। সামাজিক যোগাযোগমাধ্যমে যে কিছু দেশের জন্য হয়তো স্থগিতাদেশ আসবে, এমন আলোচনা হচ্ছে – সেটারও সত্যতা পাওয়া যায়নি।
তিনি আরও বলেন, বিশ্ববাণিজ্যে এর বড় ধরনের প্রভাব পড়ছে এবং বিশ্ব বাণিজ্য সংস্থার মহাপরিচালকও বিষয়টি নিয়ে পদক্ষেপ নিচ্ছেন।