সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩০ হাজার প্রধান শিক্ষক দ্বিতীয় শ্রেণির গেজেটেড কর্মকর্তার মর্যাদা ও দশম গ্রেডে বেতন পাবেন বলে আপিল বিভাগ রায় দিয়েছেন।
বৃহস্পতিবার (১৩ মার্চ) সকালে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বেঞ্চের চার বিচারপতি এ রায় ঘোষণা করেন।
শিক্ষকদের পক্ষে শুনানিতে অংশ নেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার সালাউদ্দিন দোলন।
তিনি জানান, ২০১৪ সালের ৯ মার্চ তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের পদ দ্বিতীয় শ্রেণিতে উন্নীত করার ঘোষণা দেন এবং একই দিনে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে। তবে, সে সময় মন্ত্রণালয় প্রধান শিক্ষকদের বেতন স্কেলে পরিবর্তন এনে প্রশিক্ষণপ্রাপ্তদের ১১তম গ্রেড ও প্রশিক্ষণবিহীনদের ১২তম গ্রেড নির্ধারণ করেছিল।
এর আগে, ২০১৯ সালের ২৫ ফেব্রুয়ারি হাইকোর্ট এক রায়ে প্রধান শিক্ষকদের বেতন স্কেল দশম গ্রেড নির্ধারণ এবং ২০১৪ সালের ৯ মার্চ থেকে গেজেটেড পদমর্যাদা কার্যকর করার নির্দেশ দেন।