শুক্রবার, ৪ঠা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

বাবা-মা কখনো সন্তানের বন্ধু হতে পারে না: অভিষেক বচ্চন

বাবা-মা কখনো সন্তানের বন্ধু হতে পারে না: অভিষেক বচ্চন

বলিউড তারকা অভিষেক বচ্চন বর্তমানে তার নতুন সিনেমা ‘বি হ্যাপি’-এর প্রচারণায় ব্যস্ত। সিনেমার প্রচারের সময় অভিভাবকত্ব নিয়ে নিজের মতপ্রকাশ করে তিনি বলেন, বাবা-মা কখনো সন্তানের বন্ধু হতে পারে না। (সূত্র: ফিল্মি বিট)

বেশ কয়েকটি সিনেমায় বাবার চরিত্রে অভিনয় করেছেন অভিষেক। আসন্ন সিনেমা ‘বি হ্যাপি’-তেও তাকে একজন সিঙ্গেল বাবা চরিত্রে দেখা যাবে, যেখানে তুলে ধরা হয়েছে একজন বাবা ও মেয়ের মিষ্টি সম্পর্ক। গল্পে একজন বাবা তার মেয়ের স্বপ্ন পূরণের জন্য নিরলস চেষ্টা করে যান।

২০০৭ সালে ঐশ্বরিয়া রায়ের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন অভিষেক বচ্চন। তাঁদের কন্যাসন্তান আরাধ্য বচ্চন। সিনেমার প্রচারে অংশ নিয়ে একজন বাবা হিসেবে নিজের অভিভাবকত্বের অভিজ্ঞতা শেয়ার করেন তিনি।

এক সাক্ষাৎকারে অভিষেক বলেন,
‘আমি মনে করি, কোনো পিতা কখনো মায়ের জায়গা নিতে পারেন না। মায়ের বিকল্প কেউ নেই। তবে এর মানে এই নয় যে, বাবা সন্তানের জন্য কম আত্মত্যাগ করেন। এই সিনেমার মাধ্যমে আমরা একজন বাবার নিঃস্বার্থ ভালোবাসা এবং দায়িত্ববোধ তুলে ধরতে চেয়েছি, বিশেষ করে মায়ের অনুপস্থিতিতে।’

তিনি আরও বলেন,
‘সন্তানের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকা উচিত, কিন্তু বাবা-মা কখনো তাদের প্রকৃত বন্ধু হতে পারেন না। বাবা-মায়ের ভূমিকা হলো লালনপালন করা, নিরাপত্তা দেওয়া এবং সঠিক পথ দেখানো। আপনাকে অবশ্যই এতটাই বন্ধুত্বপূর্ণ হতে হবে, যাতে সন্তান আপনাকে বিশ্বাস করে এবং প্রথমেই আপনার কাছে আসতে স্বাচ্ছন্দ্যবোধ করে। তবে দিনশেষে, আপনি তাদের বাবা-মা—বন্ধু নন।’

‘বি হ্যাপি’ সিনেমাটি ১৪ মার্চ ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে। সিনেমাটিতে অভিষেক বচ্চনের পাশাপাশি নোরা ফতেহীও বিশেষ চরিত্রে অভিনয় করেছেন। এছাড়াও এতে নাসির, ইনায়াত বর্মা, জনি লিভার এবং হারলিন শেট্টি রয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ