শুক্রবার, ২৮শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

জরুরি অবস্থা সম্পর্কে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে : স্বরাষ্ট্র সচিব

জরুরি অবস্থা সম্পর্কে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে : স্বরাষ্ট্র সচিব

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব নাসিমুল গনি জানিয়েছেন, দেশে জরুরি অবস্থা নিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে।

সোমবার (২৪ মার্চ) সচিবালয়ে অবৈধ অভিবাসী প্রত্যাবর্তন সংক্রান্ত বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যে এসওপি স্বাক্ষর শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

নাসিমুল গনি বলেন, ঈদ উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকবে বলে আশা করা হচ্ছে। তিনি উল্লেখ করেন, দেশে জরুরি অবস্থা নিয়ে ছড়ানো তথ্য গুজব ছাড়া কিছু নয়। এ বিষয়ে কোনো মন্তব্য করতে চান না জানিয়ে তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা রক্ষায় নিয়মিত টহল ও পর্যবেক্ষণ করা হচ্ছে।

এর আগে, বাংলাদেশের পক্ষে এসওপিতে স্বাক্ষর করেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম, আর অস্ট্রেলিয়ার পক্ষে স্বাক্ষর করেন দেশটির জয়েন্ট এজেন্সি টাস্কফোর্সের ডেপুটি কমান্ডার মার্ক হোয়াইট চার্চ।

অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী এবং অস্ট্রেলিয়ার হাইকমিশনার সুসান রাইল উপস্থিত ছিলেন।

স্বরাষ্ট্র সচিব আরও বলেন, দালালের মাধ্যমে অবৈধভাবে বাংলাদেশিদের অস্ট্রেলিয়ায় প্রবেশ বন্ধে সরকার পদক্ষেপ নিয়েছে। এ লক্ষ্যে অস্ট্রেলিয়ার সঙ্গে এসওপি স্বাক্ষরিত হয়েছে। তবে, বর্তমানে কতজন বাংলাদেশি অস্ট্রেলিয়ার ডিটেনশন সেন্টারে রয়েছেন, সে বিষয়ে তিনি কোনো তথ্য দেননি।

তিনি আরও জানান, অস্ট্রেলিয়া বাংলাদেশে একটি ভিসা সেন্টার স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে এবং দ্রুতই এর কার্যক্রম শুরু হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ