বিএনপি সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, রুট সংক্ষিপ্ত করার জন্য বাংলাদেশের বুকের ওপর দিয়ে ভারতীয় রেলওয়ে নেটওয়ার্ক করা হচ্ছে। এতে বাংলাদেশের স্বাধীনতা বিপন্ন হবে।
মঙ্গলবার (১৮ জুন) নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, দেশের যতটুকু সার্বভৌমত্ব আছে তাও শেষ হয়ে যাচ্ছে।
জনগণের মতামত ছাড়া দেশের ভেতর দিয়ে ভারতকে রেলপথ তৈরি করার অনুমতি দিচ্ছে জানিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ভরেন, ভারতকে খুশি করে শুধু ক্ষমতায় টিকে থাকার জন্য এই কাজ করছে সরকার।
তিনি বলেন, ব্যাংক খাত খাদের কিনারে। অর্থনীতি ধ্বংস প্রায়। এসব থেকে মানুষের দৃষ্টি ভিন্ন খাতে নিতে নানা অপপ্রচার করছে সরকার।