চ্যাম্পিয়ন হতে শেষ ৬ বলে ৮ রান প্রয়োজন ছিল ফরচুন বরিশালের। ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের আটকে দিতে শেষ ওভারে বোলিংয়ে আসেন চিটাগাং কিংসের হুসাইন তালাত। প্রথম বলেই ছক্কা হাঁকিয়ে ম্যাচ শেষ করেন রিশাদ। ফিরতি বলে এক রান নিয়ে ম্যাচকে সমতায় আনেন বাংলাদেশি অলরাউন্ডার।
ম্যাচের চতুর্থ বল ওয়াইড দিলে ৩ বল হাতে রেখেই চ্যাম্পিয়ন হয় বরিশাল।
আরও পড়ুন – ঢাকা আন্তর্জাতিক ম্যারাথন-২০২৫
এর আগে মঞ্চটা প্রস্তুতই ছিল। জিতলেই শিরোপা ধরে রাখবে বরিশাল। চিটাগাং কিংসকে ৩ উইকেটে হারিয়ে সেই আনুষ্ঠানিকতাই সারল তামিম ইকবালের দল।

ফাইনালে জিততে রেকর্ড ১৯৫ রানের লক্ষ্য পায় বরিশাল। এর আগে ২০২৩ সালে সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে ১৭৬ রানের লক্ষ্য তাড়া করে শিরোপা জিতেছিল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। তবে মিরপুরে আজ লক্ষ্যটা সহজ করে দেন তামিম।
চ্যাম্পিয়ন করতে দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন তিনি। তাওহিদ হৃদয়কে সঙ্গী করে উদ্বোধনী জুটিতে ৭৬ রান তোলেন দলের অধিনায়ক। ড্রেসিংরুমে ফেরার আগে খেলেন ৫৪ রানের ইনিংস। ১৮৬.২০ স্ট্রাইকরেটের ইনিংসটি সাজান ৯ চার ও ১ ছক্কায়।

