দলীয় সূত্রের খবরে নিশ্চিত হওয়া গেছে, চ্যাম্পিয়নস ট্রফি থেকে বিদায় নিচ্ছেন না মুশফিক-মাহমুদ। তবে ঘরের মাঠে এই দুজনের বিদায়ের বন্দোবস্ত করছে বিসিবি। বোর্ডের আলোচনার টেবিলে উঠেছে দুই ক্রিকেটার যদি অবসরের সিদ্ধান্ত নেন, তাঁদের জন্য মিরপুরে একটি আন্তর্জাতিক ম্যাচ আয়োজন করে রাজসিক সংবর্ধনা দেওয়া হবে।
আট বছর পর হতে যাওয়া চ্যাম্পিয়নস ট্রফিতে অংশ নিতে দলের বাকি সদস্যদের সঙ্গে গতকাল বৃহস্পতিবার মধ্যরাতে ঢাকা ছেড়েছেন বাংলাদেশের সিনিয়র দুই ক্রিকেটার মাহমুদ উল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিম। এই প্রতিবেদন যখন পড়ছেন, ততক্ষণে দুবাই পৌঁছে যাওয়ার কথা তাঁদের। আট দলের বৈশ্বিক টুর্নামেন্টে অংশ নেওয়ার আগে অনেক কৌতূহল বাড়িয়ে দিয়ে গেছেন মুশফিক-মাহমুদ। চ্যাম্পিয়নস ট্রফি দিয়েই কি আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলবেন দুজন? নাকি ভিন্ন কোনো পরিকল্পনা আছে তাঁদের কিংবা তাঁদের ঘিরে বিসিবির?
বাংলাদেশ ক্রিকেটের ‘পঞ্চপাণ্ডব’ খ্যাত বাকি চারজন তামিম ইকবাল, সাকিব আল হাসান, মাহমুদ উল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিম আসন্ন আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি থেকে বিদায় নেবেন বলে গুঞ্জন ছিল। কিন্তু জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দিয়ে এই টুর্নামেন্ট থেকে নিজেই সরে দাঁড়িয়েছেন তামিম ইকবাল। বারবার বোলিং অ্যাকশন পরীক্ষায় উতরাতে ব্যর্থ সাকিব চেয়েছিলেন চ্যাম্পিয়নস ট্রফি খেলে দেশের জার্সি তুলে রাখতে। কিন্তু সেই সুযোগ আর পাননি এই বাঁহাতি অলরাউন্ডার।
জাতীয় দলের জার্সি গায়ে দেশের সর্বকালের সেরা ক্রিকেটারকে আবার দেখার দূরবর্তী সম্ভাবনাও দেখা যাচ্ছে না। বাকি দুজন মুশফিক ও মাহমুদ অবসর ইস্যুতে প্রকাশ্যে কিছু বলেননি। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নিজেদের পরিকল্পনা প্রস্তুত করে রাখছে।
দলীয় সূত্রের খবরে নিশ্চিত হওয়া গেছে, চ্যাম্পিয়নস ট্রফি থেকে বিদায় নিচ্ছেন না মুশফিক-মাহমুদ।
তবে ঘরের মাঠে এই দুজনের বিদায়ের বন্দোবস্ত করছে বিসিবি। বোর্ডের আলোচনার টেবিলে উঠেছে দুই ক্রিকেটার যদি অবসরের সিদ্ধান্ত নেন, তবে তাঁদের জন্য মিরপুরে একটি আন্তর্জাতিক ম্যাচ আয়োজন করে রাজসিক সংবর্ধনা দেওয়া হবে। এমনকি এ জন্য জিম্বাবুয়ে ক্রিকেটের (জেডসি) সঙ্গে বিসিবি আলোচনা চালাচ্ছে বলে জানা গেছে।
আইসিসির ভবিষ্যৎ সফর কর্মসূচি (এফটিপি) অনুযায়ী আগামী এপ্রিলে জিম্বাবুয়ের বিপক্ষে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলার কথা ছিল বাংলাদেশের। তবে চলতি বছর নাজমুল হোসেনদের টেস্টের সংখ্যা কম থাকায় বিসিবির প্রস্তাব অনুযায়ী সাদা বলের দুই সিরিজের পরিবর্তে দুটি টেস্ট খেলতে রাজি হয়েছে জিম্বাবুয়ে।
এপ্রিলের মাঝামাঝি প্রথম টেস্ট হবে সিলেটে, দ্বিতীয়টি চট্টগ্রামে। এর পাশাপাশি নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, মুশফিক-মাহমুদের বিদায়ি মঞ্চের ভাবনায় মিরপুরে একটি ওয়ানডে ম্যাচ আয়োজনের পরিকল্পনা আছে বিসিবির।
তবে মুশফিক-মাহমুদের বিদায়ের পরিকল্পনা নিয়ে তাঁদের দুজনের সঙ্গে আনুষ্ঠানিকভাবে এখনো কোনো কথা হয়নি বিসিবির। ২০ ফেব্রুয়ারি দুবাইয়ে ভারতের বিপক্ষে ম্যাচের আগে দুই ক্রিকেটারের সঙ্গে বোর্ডের কয়েকজন কর্মকর্তা বসবেন বলে জানা গেছে। সেখানেই মুশফিক-মাহমুদের অবসর ভাবনা জানতে চাইবে ক্রিকেট বোর্ড।
তবে মুশফিক বা মাহমুদ দুজনের কারো এখনই ওয়ানডে থেকে অবসরের ভাবনা নেই বলে তাঁদের ঘনিষ্ঠ একটি সূত্র গতকাল কালের কণ্ঠকে জানিয়েছে। সেই সূত্র থেকে এটাও জানা গেছে, ওয়ানডে ক্যারিয়ারের মেয়াদ বাড়াতে টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন মাহমুদ। ওদিকে দুই মাস আগেই নাকি টেস্ট ও ওয়ানডে থেকে একযোগে অবসর নিতে চেয়েছিলেন মুশফিকুর রহিম। সম্প্রতি একের পর এক চোটে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের ভাবনা থেকে সরে আসা অভিজ্ঞ এই ক্রিকেটার একদিবসীয় ক্রিকেট থেকে নিজেকে গুটিয়ে নিতে পারেন। এমন সিদ্ধান্ত মুশফিক নিলেও আরো কিছুদিন টেস্ট ক্রিকেট চালিয়ে যাওয়ার ইচ্ছা আছে বলেই জানা গেছে।