সোমবার, ১৪ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

উখিয়ায় দুই পক্ষের সংঘর্ষে জামায়াত নেতাসহ নিহত ৩

উখিয়ায় জমি নিয়ে বিরোধের কারণে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে জামায়াতে ইসলামীর এক নেতা ও তার পরিবারের দুই সদস্যসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন। রবিবার (৬ এপ্রিল) সকালে উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের পাশের পশ্চিম পাড়া গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

উখিয়া থানার ওসি আরিফ হোসেন নিশ্চিত করেছেন যে, পুলিশের দুটি টিম ঘটনাস্থলে পাঠানো হয়েছে।

নিহতদের মধ্যে জামায়াতে ইসলামীর রাজা পালং ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড শাখার আমির ও কুতুপালং বাজার জামে মসজিদের খতিব মাওলানা আবদুল্লাহ আল মামুন (৪৫), তার চাচাতো ভাই আবদুল মান্নান এবং তার বোন শাহিনা বেগম (৩৮) অন্তর্ভুক্ত।

ঘটনার প্রত্যক্ষদর্শী ইউপি সদস্য হেলাল উদ্দিন জানান, ১৪ কড়া জমি নিয়ে মাওলানা আবদুল্লাহ আল মামুন এবং তার চাচাতো ভাই আবদুল মান্নানের মধ্যে দীর্ঘদিন বিরোধ চলছিল। রবিবার সকালে মামুন জমিতে কাজ করতে গেলে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়, যা পরে ছুরি ও ধারালো দা নিয়ে সংঘর্ষে রূপ নেয়। এ সময় গুরুতর আহত অবস্থায় মাওলানা আবদুল্লাহ আল মামুনকে উখিয়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার চাচাতো ভাই আবদুল মান্নান ও বোন শাহিনাকে কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের এমএসএফ হাসপাতালে নেওয়া হলে তাদেরও মৃত্যু হয়।

ঘটনায় আহত চারজনের মধ্যে দুজনকে আশঙ্কাজনক অবস্থায় কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ