সোমবার, ১৪ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

ব্যাংককে আন্তর্জাতিক ডায়াবেটিস সম্মেলনে যোগ দিতে গেলেন ডা. ডি.সি রায়

আন্তর্জাতিক ডায়াবেটিস ফেডারেশনের (আইডিএফ) আয়োজিত বৈজ্ঞানিক সম্মেলনে অংশ নিতে গতকাল শনিবার (৫ এপ্রিল ২০২৫) থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের উদ্দেশ্যে রওনা হয়েছেন দিনাজপুরের ‘বীরগঞ্জ ডায়াবেটিস অ্যান্ড ফুট কেয়ার সেন্টার’-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও ডায়াবেটিস বিশেষজ্ঞ ডা. ডি.সি রায়।

বিশ্বজুড়ে ডায়াবেটিস ও হরমোন বিশেষজ্ঞ, চিকিৎসক, গবেষক, স্বাস্থ্যকর্মী এবং নীতি-নির্ধারকসহ বিভিন্ন দেশের প্রতিনিধিদের নিয়ে আয়োজিত এই সম্মেলনে অংশগ্রহণ করে ডা. রায় আধুনিক চিকিৎসা পদ্ধতি, ডায়াবেটিস প্রতিরোধের কৌশল, সাম্প্রতিক গবেষণা এবং উদ্ভাবন নিয়ে মতবিনিময় করবেন।

সম্মেলন চলাকালীন ‘বীরগঞ্জ ডায়াবেটিস অ্যান্ড ফুট কেয়ার সেন্টার’-এর নিয়মিত রোগীদের সাময়িক অসুবিধার জন্য তিনি আন্তরিক দুঃখ প্রকাশ করেছেন। আগামী ১১ এপ্রিল শুক্রবার তিনি দেশে ফিরে আসবেন বলে জানা গেছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ