গাজায় ইসরায়েলের নৃশংস হামলার প্রতিবাদে বাংলাদেশের বিভিন্ন শহরে ছড়িয়ে পড়েছে ব্যাপক জনবিক্ষোভ। ঢাকাসহ কক্সবাজার, সিলেট, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, বগুড়া, গাজীপুর ও কুমিল্লায় হাজারো মানুষ রাস্তায় নেমে আসে।
‘দ্য ওয়ার্ল্ড স্টপস ফর গাজা’ কর্মসূচির অংশ হিসেবে স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা ক্লাস ও পরীক্ষা বর্জন করে প্রতিবাদে অংশ নেয়।
বিক্ষোভকারীদের অভিযোগ—ট্রান্সকম গ্রুপ ইসরায়েলি পণ্য বাংলাদেশে সরবরাহ করছে। এর মাধ্যমে কেএফসি, পিৎজা হাট, পেপসি, সেভেন আপসহ একাধিক প্রতিষ্ঠান ইসরায়েলকে আর্থিকভাবে সহায়তা দিচ্ছে। ফলে এসব আউটলেটকে ‘ইসরায়েলের দোসর’ আখ্যা দিয়ে দেশের বিভিন্ন স্থানে হামলা ও ভাঙচুর চালানো হয়।
কয়েকটি স্থানে রেস্টুরেন্টে ইট-পাটকেল নিক্ষেপ, কাচ ভাঙচুর, কোমল পানীয় রাস্তায় ফেলে দেওয়া এবং সাইনবোর্ড ভাঙার ঘটনা ঘটে। কেউ কেউ রেস্টুরেন্টের লোগো ভেঙে দেয়, দেয়ালে ‘বয়কট কেএফসি’ লিখে দেয়।
প্রতিবাদকারীরা ঘোষণা দেন—ইসরায়েলের আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত তারা এই ধরনের পণ্য বর্জন করে যাবেন এবং ফিলিস্তিনিদের পাশে থাকবেন।