সোমবার, ১৪ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

ঈদের দিনেও মা ও শিশু কেন্দ্রে ডেলিভারি, সেবা পেয়েছেন অনেকেই

বাগেরহাট জেলার মা ও শিশু কল্যাণ সেবা কেন্দ্রগুলো ঈদের ছুটিতেও সার্বক্ষণিক জরুরী স্বাস্থ্যসেবা প্রদান করেছে। ঈদের দিনও এখানে নরমাল ডেলিভারি অনুষ্ঠিত হয়েছে এবং গর্ভবতী মায়েদের সকল প্রকার স্বাস্থ্যসেবা দেওয়া হয়েছে। ছুটির সময় যখন অন্যান্য প্রতিষ্ঠানগুলোতে সেবা শিথিল ছিল, তখন বাগেরহাটের মা ও শিশু কল্যাণ সেবা কেন্দ্রগুলো গর্ভকালীন সেবা, প্রসব সেবা, প্রসব পরবর্তী সেবা, শিশু সেবা এবং কৈশোরকালীন কিশোর-কিশোরীদের স্বাস্থ্য সেবা সহ জরুরি সেবা প্রদান করে আসছে।

বাগেরহাট মা ও শিশু কল্যাণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা এমও ব্রতা মুখার্জী জানিয়েছেন, ২৮ মার্চ থেকে জরুরি সেবা অব্যাহত রাখা হয়েছে এবং ঈদের ছুটিতেও ৮ জন মায়ের নরমাল ডেলিভারি সহ অর্ধশতাধিক মা ও শিশুকে সেবা প্রদান করা হয়েছে। এমনকি ঈদের দিনও সেবা প্রদান করা হয়।

বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার পুটিখালী ইউনিয়নের সোনাখালী গ্রামের নিশি আক্তারের (২৫) ঈদের দিন সকালে নরমাল ডেলিভারি হয়। তাঁর পরিবার জানায়, স্থানীয় ক্লিনিকগুলোতে সেবা না পাওয়ার পর, তাঁরা বাগেরহাট মা ও শিশু কল্যাণ কেন্দ্র থেকে সহায়তা পান। সেখানে তাদের আন্তরিক সেবা পেয়ে নিশি আক্তার ও শিশুর স্বাস্থ্য এখন ভালো আছে।

এ সময় সেবা পাওয়া অন্যান্য ব্যক্তিরাও তাদের সন্তুষ্টি প্রকাশ করেছেন। বাগেরহাট মা ও শিশু কল্যাণ কেন্দ্রের সেবাদাতারা জানিয়েছেন, ঈদের সময় তারা দিন-রাত ২৪ ঘণ্টা সেবা প্রদান করতে যথাসাধ্য চেষ্টা করেছেন।

বাগেরহাট পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ শামসুদ্দীন মোল্লা জানিয়েছেন, জেলার সকল কেন্দ্রের মাধ্যমে স্বাস্থ্য সেবা অব্যাহত রাখা হয়েছে এবং ভবিষ্যতেও জনকল্যাণে এই সেবা কার্যক্রম চলবে।

ঈদের ছুটিতে ১৫৩ গর্ভবতী নারীকে গর্ভকালীন সেবা, ২১ জনকে স্বাভাবিক প্রসব সেবা এবং ৭২ জনকে প্রসব পরবর্তী সেবা প্রদান করা হয়েছে। এছাড়া, শতাধিক শিশু-কিশোর-কিশোরীসহ ৫ শতাধিক সাধারণ রোগীকে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ