সোমবার, ৭ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

ড. ইউনূস ও নরেন্দ্র মোদির বৈঠক শুক্রবার

ড. ইউনূস

বিমসটেক সম্মেলনের সাইডলাইনে আগামীকাল শুক্রবার (৪ এপ্রিল) ব্যাংককে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হবে।

বিষয়টি নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো অধ্যাপক ইউনূস ও নরেন্দ্র মোদির মধ্যে এই বৈঠক হতে যাচ্ছে।

প্রেস সচিব শফিকুল আলম রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসসকে জানান,

“বাংলাদেশ ও ভারতের সরকারপ্রধানের মধ্যে আগামীকাল বৈঠক অনুষ্ঠিত হবে।”

আজ বিমসটেক সম্মেলনের নৈশভোজে দুই নেতার প্রথম সাক্ষাৎ হয়। সেখানে তারা কুশল বিনিময় করেন এবং বেশ কিছুক্ষণ ঘনিষ্ঠভাবে আলাপ চালান।

বঙ্গোপসাগরীয় অঞ্চলের আঞ্চলিক সহযোগিতা জোট বিমসটেক (Bay of Bengal Initiative for Multi-Sectoral Technical and Economic Cooperation – BIMSTEC) শীর্ষ সম্মেলনে অংশ নিতে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বর্তমানে ব্যাংককে অবস্থান করছেন।

২ থেকে ৪ এপ্রিল ব্যাংককে বিমসটেক সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে, যেখানে বিভিন্ন দেশের সরকারপ্রধানরা অংশ নিচ্ছেন।

আগামীকাল (৪ এপ্রিল) প্রধানমন্ত্রী মোদির পাশাপাশি অন্যান্য বিমসটেকভুক্ত দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের সঙ্গেও দ্বিপাক্ষিক বৈঠক করবেন ড. ইউনূস।

এর আগে বৃহস্পতিবার (৩ এপ্রিল) দুপুর ১২টায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস থাইল্যান্ডের ব্যাংকক পৌঁছান এবং বিমসটেক ইয়ং জেনারেশন ফোরামে মূল বক্তা (Keynote Speaker) হিসেবে বক্তব্য রাখেন।

এই বৈঠক বাংলাদেশ-ভারত দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের পাশাপাশি আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ