রবিবার, ৬ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

আইপিএলে নতুন মাইলফলকে ভুবনেশ্বর, স্পর্শ করলেন রেকর্ড

আইপিএলে নতুন উচ্চতায় ভুবনেশ্বর, ছুঁয়ে ফেললেন রেকর্ড

এম চিন্নাস্বামী স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে গুজরাট টাইটানসের বিপক্ষে শুবমান গিলের গুরুত্বপূর্ণ উইকেট তুলে নিয়ে নতুন উচ্চতায় পৌঁছালেন ভারতীয় পেসার ভুবনেশ্বর কুমার। এই উইকেটের মাধ্যমে তিনি আইপিএলে পেসারদের মধ্যে সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় ডোয়াইন ব্রাভোর পাশে জায়গা করে নিলেন।

ভুবনেশ্বরের আইপিএল ক্যারিয়ারে এটি ছিল ১৮৩তম উইকেট। ক্যারিবীয় পেসার ব্রাভো ২০০৮ থেকে ২০২২ সালের মধ্যে ১৬১ ম্যাচে ১৮৩টি উইকেট শিকার করেছিলেন। আর এই রেকর্ড ছুঁতে ভুবনেশ্বরকে খেলতে হয়েছে ১৭৮টি ম্যাচ।

পেসারদের মধ্যে আইপিএলে সর্বোচ্চ উইকেট শিকারিদের তালিকায় ভুবনেশ্বরের পরেই আছেন শ্রীলঙ্কার কিংবদন্তি লাসিথ মালিঙ্গা, যিনি ১২২ ম্যাচে ১৭০টি উইকেট শিকার করেছেন। এরপর যশপ্রীত বুমরা (১৬৫ উইকেট) এবং উমেশ যাদব (১৪৪ উইকেট) রয়েছেন তালিকার চতুর্থ ও পঞ্চম স্থানে।

আইপিএলে সর্বোচ্চ উইকেট শিকারি পেসারদের তালিকা:

উইকেটবোলারম্যাচসেরা পারফরম্যান্সইকোনমি
১৮৩ডোয়াইন ব্রাভো১৬১৪/২২৮.৩৮
১৮৩ভুবনেশ্বর কুমার১৭৮৫/১৯৭.৫৪
১৭০লাসিথ মালিঙ্গা১২২৫/১৩৭.১৪
১৬৫যশপ্রীত বুমরা১৩৩৫/১০৭.৩০
১৪৪উমেশ যাদব১৪৮৪/২৩৮.৪৯

অন্যদিকে, আইপিএলে মোট উইকেট সংগ্রহের দিক থেকে ভুবনেশ্বর এখন তৃতীয় স্থানে উঠে এসেছেন। তিনি শুধু ব্রাভোই নয়, ভারতের রবিচন্দ্রন অশ্বিনের সঙ্গেও সমান সংখ্যক উইকেট শিকার করেছেন। এই তালিকায় তাদের ওপরে আছেন দুই স্পিনার—পীযূষ চাওলা (১৯২ উইকেট) এবং তালিকার শীর্ষে থাকা যুজবেন্দ্র চাহাল (২০৬ উইকেট)।

ভুবনেশ্বর কুমারের এই মাইলফলক আইপিএলে তাঁর অসাধারণ ধারাবাহিকতা ও দক্ষতার প্রমাণ দেয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ